বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের সমাবেশকে ঘিরে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মাঝে সং’ঘ’র্ষে’র ঘটনা ঘটেছে।
এ সময় ছাত্রদল নেতাকর্মীদের ওপর লা’ঠিচা’র্জ ও টি’য়ার শে’ল নি”ক্ষে”প করে। ছাত্রদল নেতাকর্মীরাও পুলিশকে ল’ক্ষ্য করে ই’টপা’ট’কেল নি’ক্ষে’প করে। আজ (২৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া এগারোটার দিকে এ ঘটনা ঘটে। এ সং’ঘ’র্ষে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ অর্ধ শতাধিক নেতাকর্মী আ’হ’ত হয়েছেন।
জানা যায়, সকাল থেকেই ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী প্রেস ক্লাব এলাকায় জড়ো হতে শুরু করেন। পুলিশের পক্ষ থেকে অনুমতি ছাড়া কোনো কর্মসূচি করতে দেয়া হবে না এমনটা জানালে প্রথমে ছাত্রদলের নেতাকর্মীরা প্রেসক্লাবের ভেতরে অবস্থান নেয়।
পরে বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল প্রেস ক্লাবে আসলে ছাত্রদলের নেতাকর্মীরা গেটের বাইরে চলে আসতে শুরু করলে পুলিশ বা’ধা দেয়৷ এরপরই সংঘ”র্ষ শুরু হয়। এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।