বিয়ের মালা বদল করেছেন জাতীয় দলের ক্রিকেটার লিটন কুমার দাস। আজ রবিবার সকালের দিকে তার বিয়ে সম্পন্ন হয়। এদিন রাতে রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে তার বউভাত অনুষ্ঠিত হবে।লিটনের স্ত্রীর নাম দেবশ্রী বিশ্বাস সঞ্চিত। তিনি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
এর আগে নিউ জিল্যান্ড সিরিজ শেষে হিন্দু ধর্মীয় রীতিতে লিটন দাসের আশীর্বাদ সম্পন্ন হয়। সে সময় দিনাজপুর শহরে নিজের বাড়িতে এই আয়োজন সম্পন্ন হয়। আর্শীবাদে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বিয়ের কারণে এবারের শ্রীলঙ্কা সিরিজে নেই জাতীয় দলের এই ক্রিকেটার। এর আগে গত ৭ জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ‘লিটনের বিয়ে। তাই আমরা তাকে এ সময়ে পাওয়ার আশা করছি না।’
© ২০১৯ | ভিউয়ার বাংলাদেশ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
Leave a Reply